بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ আলহামদুলিল্লাহ, জামেউল উলুম মাদরাসা প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মাদরাসা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি আত্মিক গঠন, আদর্শ চরিত্র গঠন এবং দ্বীনী নেতৃত্ব তৈরির এক মহান কেন্দ্র। আমাদের লক্ষ্য—আল্লাহভীরু, দীনের প্রতি দায়বদ্ধ, জ্ঞানে-চিন্তায় সুসংগঠিত এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবনে নিজেকে গড়ে তুলে সমাজ, দেশ এবং বিশ্বের কল্যাণে অবদান রাখবে। জামেউল উলুম মাদরাসায় আমরা শিক্ষার্থীদেরকে কেবল কিতাবি জ্ঞানেই দক্ষ করে তুলি না, বরং তাদের চরিত্র, আদব-আখলাক, ও সমাজ সচেতনতা গড়ার দিকেও সমান গুরুত্ব দিয়ে থাকি। আধুনিক যুগের প্রয়োজন বিবেচনায় রেখে আমরা শিক্ষা কার্যক্রমে উন্নয়ন, দাওয়াহ প্রশিক্ষণ, এবং বহুমুখী বিভাগ চালু করেছি। আমি মাদরাসার সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি—আল্লাহ যেন আমাদের এ প্রচেষ্টা কবুল করে নেন এবং জামেউল উলুম মাদরাসাকে ইসলাম ও মানবতার খেদমতে আরও অগ্রগামী করেন। وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ মুফতি মো. আবুল বাশার নোমানী মুহতামিম জামেউল উলুম মাদরাসা
